1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কাপাসিয়ায় ফিড মিল কর্মী করোনা আক্রান্ত, কারখানা লকডাউন

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৪:৫২ পিএম কাপাসিয়ায় ফিড মিল কর্মী করোনা আক্রান্ত, কারখানা লকডাউন

গাজীপুরের কাপাসিয়ায় এক পোল্ট্রিফিড কর্মী ইব্রাহীম (২৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই কর্মী উপজেলার দস্যু নারায়নপুর এলাকার ছোঁয়া এগ্রো ফিড লিমিটেডে কাজ করেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছালাম সরকার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আব্দুস ছালাম সরকার জানান, ছোঁয়া এগ্রো ফিড লিমিটেডের কর্মী ইব্রাহীম গেল সপ্তাহে ঠান্ডা, জ্বর, শর্দিতে ভুগছিলেন। বৃহষ্পতিবার প্রচন্ড মাথাব্যাথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর শুক্রবার দুপুরে ওই কর্মীর করোনা পজেটিভ প্রতিবেদন পাওয়া গেছে। 

চিকিৎসক জানান, ভিয়েতনামের একদল পরিদর্শক ১৫দিনের মতো ওই কারখানায় অবস্থান করেন। তারা গত ১১ মার্চ কারখানা থেকে বের হয়ে যান। কারখানাটিতে ১২৫ জনের মতো কর্মী রয়েছেন, এদের মধ্যে ১’শ জনের মতো কারখানার ভেতরে আবাসিক ব্যবস্থাপনায় থেকে কাজ করেন। ইতোমধ্যে কারখানাটি লকডাউন করা হয়েছে। ওই কারখানার আবাসিক ব্যবস্থাপনায় থাকা প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে। করোনা আক্রান্ত কর্মীকে ঢাকার কুর্মিটোলায় পাঠানোর প্রক্রিয়া চলছে। 

তিনি আরও জানান, উপজেলাব্যাপী বুধবার পর্যন্ত যে ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের করোনা নেগেটিভ প্রতিবেদন পাওয়া গেছে।


আগামী নিউজ/ মোক্তার/ তাওসিফ  
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner