1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্রমিকদের বেতন নির্ধারিত সময়ে দেয়ার আহবান বিকেএমইএর

নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২৭, ২০২০, ০৯:২৭ পিএম শ্রমিকদের বেতন নির্ধারিত সময়ে দেয়ার আহবান বিকেএমইএর

ঢাকা: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান সদস্যভুক্ত প্রতিষ্ঠানে মালিকদের  যথাসময়ে চলমান মার্চ মাসের বেতন শ্রমিকদের পরিশোধ করার জন্য অনুরোধ করেছেন।


শুক্রবার (২৭ মার্চ)  সন্ধায় বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। 


এতে তিনি বলেন, আমাদের মাঝে কেউ করোনা রোগে আক্রান্ত হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আমরা  চাচ্ছি আগামী ৪ এপ্রিল পর্যন্ত আমাদের কারখানা গুলো বন্ধ থাকুক।


বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান সদস্যভুক্ত কারখানা মালিকদের উদ্দেশে বলেন,  কেউ কারখানা বন্ধ রাখবে কেউ কারখানা বন্ধ রাখবে না তাতে উদ্যোক্তা এবং শ্রমিকের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যেকোন অবস্থায় জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে করোনা ভাইরাসকে দমন করতে হবে। সেই সাথে প্রতিটা উদ্যোক্তাকে যথাসময়ে মার্চ মাসের বেতন শ্রমিকদের পরিশোধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সকলের সহযোগীতায় ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ। কোন অবস্থায় আমাদের শ্রমিক ও কর্মকর্তা ঘরে বাইরে না যান। কোন প্রকার আড্ডাবাজি এবং চায়ের দোকান গুলোতে জড়ো না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রামন রোধে গত ২৫ মার্চ নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি এ.কে.এম সেলিম ওসমান সকল সদস্য প্রতিষ্ঠান গুলো ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা গুলো বন্ধ রাখতে মালিকদের প্রতি অনুরোধ রেখে ছিলেন। তার একদিন পর ২৬ মার্চ আরএমজি সেক্টরের আরেক বৃহৎ সংগঠন বিজিএমইএ এর সভাপতি ড. রোবানা হকও সংগঠনটির সদস্য প্রতিষ্ঠান গুলোকে একই অনুরোধ করে ছিলেন।


আগামীনিউজ/মিঠু/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner