ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, গোটা দেশতো আর লকডাউন করতে পারি না। তাই চারটি দেশের ফ্লাইট খোলা রাখা হয়েছে। তবে, ইমারজেন্সি প্রয়োজন হলে এই চারটি রুট ব্যবহার করতে পারবেন।
শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা বিদেশ থেকে আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। সেটা হোক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন।
আমি দেশবাসীকে অনুরোধ করব যদি কেউ অমান্য করে তারা যেন স্থানীয় প্রশাসনকে জানায়। আমারা এজন্য অমোচনীয় কালি দিয়ে দিব।
তিনি প্রবাসীদের পরিবারদের সজাগ থাকার অনুরোধ জানিয়ে আরো বলেন, এই ভাইরাসটা কার কাছে আছে আমরা জানিনা তবে তাদের পরিবারের লোকরা সজাগ থাকবেন।
তিনি বলেন, এর আগে তিনি এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে যোগ দেন।
আগামীনিউজ/ইমরান /হাসি