1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অবিলম্বে বঙ্গবন্ধু’র খুনিদের বিচারের রায় কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১২, ২০২০, ০৮:০৮ পিএম অবিলম্বে বঙ্গবন্ধু’র খুনিদের বিচারের রায় কার্যকরের দাবি

ঢাকা : করোনাভাইরাস নিয়েও মহান স্বাধীনতা মাসে গুজব ছড়াচ্ছে স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল। অবিলম্বে এদের দেশে ফিরিয়ে আনার মধ্য দিয়ে বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এ সময় সকল মুক্তিযোদ্ধার নাতি-নাতনিসহ পরবর্তী প্রজন্মের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সোনার বাংলা ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু জয়বাংলা লীগের যৌথ উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার মধ্য দিয়ে বিচার কার্যকর করতে হবে। আমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে জাতির জনকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চাই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয় ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রদূত লে. জেনারেল (অব:) এম. হারুন-অর-রশিদ বীর প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. মো. কুতুব উদ্দীন চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. ফারুক হোসাইন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন মানিক, মুন্সিগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মো. শামীম আলমসহ আরো অনেকে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট আলহাজ্ব ড. মো. আবদুর রহিম।

শেখ হাসিনার প্রশংসা করে বক্তারা বলেন, আজকে সারা বিশ্বের রাজনীতিবিদরা যেভাবে মহামতি আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপার্ট, আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী, চে গুয়েভারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলা প্রমুখের নাম শ্রদ্ধাভরে স্বরণ করে। একইভাবে দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখা ও বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোড মডেল হিসেবে প্রতিষ্ঠিত করায় শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধাভরে স্বরণ করবে আগামী প্রজন্ম।

তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন স্টেটম্যান। তিনি একজন সফল রাষ্ট্রপ্রধান। নতুন নেতৃত্বের দ্বার উদঘাটনের মধ্য দিয়ে নতুনপ্রজন্ম আবারও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত সূচিত করবে।

তিনি বলেন, মাদককে না বলুন। সন্ত্রাসকে না বলুন। দুর্নীতিকে না বলুন। টেন্ডারবাজিকে না বলুন। চাঁদাবাজিকে না বলুন। ভূমিদস্যুতাকে না বলুন। তাহলেই আগামী প্রজন্ম আপনাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিতে পারবে।

আগামীনিউজ/সুমন/ নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner