
ঢাকা : পরীক্ষামূলক ভাবে অ্যাপসের মাধ্যমে ১৬ উপজেলার কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহে সফলতা আসায় এবার সব জেলার একটি করে উপজেলায় অ্যাপসের মাধ্যমে বোরো ধান সংগ্রহ করা হবে।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে আমন সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই তথ্য জানান। এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এবার ৬ লাখ ২৬ হাজার ৯৯১ মেট্রিক টন আমন ধান, ৩ লাখ ৩৭ হাজার ৬১৮ টন সিদ্ধ চাল এবং ৪৩ হাজার ৯০০ টন আতপ আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। কৃষি মন্ত্রণালয় থেকে তালিকা সংগ্রহ করছি। এবারই প্রথম ৬ লাখ ২৭ হাজার টন আমন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। কৃষকদের নায্যমূল্য দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস।
খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃত কৃষকরা যেনো ধান দিতে পারে এবং কোনো মধ্যস্বত্বভোগী যেনো এর মধ্যে আসতে না পারে সেজন্য লটারি করে কৃষক র্নিবাচন করা হয়েছে। ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে আমন ধান ক্রয় হয়েছে। অ্যাপসের মাধ্যমে ওই ১৬ উপজেলায় এবার বোরো ধানও কেনা হবে। এছাড়া বাকী ৪৮ জেলার সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে বোরো ধান কেনা হবে।’
খাদ্য সচিব মোছাম্মত নাজমানারা খানুম বলেন, ‘এবার সব জেলার একটি করে উপজেলায় পাইলট ভিত্তিতে অ্যাপসের মাধ্যমে বোরো ধান কেনা হবে। আর যে ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে আমন ধান কেনা হয়েছে সেসব উপজেলায় অ্যাপসের মাধ্যমে মিলারদের কাছ থেকে বোরো চাল কেনা হবে।’
কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ছাড়াও উভয় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ র্কমর্কতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/তরিকুল/সবুজ