1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ক্রীড়া প্রতিমন্ত্রী ও ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০৭:৫৬ পিএম ক্রীড়া প্রতিমন্ত্রী ও ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা : ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত এইচ. ই. মি. পাম ভিয়েত চিয়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল এমপির সাথে সচিবালয়ে তার নিজ দপ্তরে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সর্বশেষ অনুর্ধ ১৯ বিশ্বকাপে বাংলাদেশ অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্রিকেট, ফুটবল, হকি, আর্চারি বাংলাদেশের সম্ভাবনাময় খেলা।

তিনি আরও বলেন, ভিয়েতনামের সাথে পর্যটন বিষয়ে বাংলাদেশ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমরা যুব ও ক্রীড়া উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।

প্রতিমন্ত্রী ভিয়েতনামের রাষ্ট্রদূতের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক। আমাদের যুব সমাজ খুবই মেধাবী। আমরা তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিভিন্ন ট্রেডে আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছি।

আমরা দু’দেশের যুব বিনিময় কার্যক্রমসহ আমাদের দক্ষ ও কর্মঠ জনশক্তি রপ্তানির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন  মাত্রায় নিয়ে যেতে চাই। আমরা ক্রীড়ার উন্নয়নে দু’দেশের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।

রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ভিয়েতনামকে বাংলাদেশের স্বীকৃতি জানানোর গৌরবময় স্মৃতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ভিয়েতনাম সফরের উষ্ণ আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া সচিব জনাব মো. আকতার হোসেন উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/সুমন/নুসরাত   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner