ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামণরোধে দেশের মানুষকে বড় ধরনের গণজমায়েত এড়িয়ে চলার জন্য পরামর্শ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৯ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দিয়েছেন।
পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘করোনাভাইরাস যখন বিশ্বের বিভিন্ন দেশে ধরা পড়েছে তখন থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা সব সময়ই এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে থাকি। চীন থেকে যখন ছাত্রদের নিয়ে আসা হলো তখনো আমরা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছিলাম।
সচিব জানান, আজকে প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যেহেতু এটি ছোঁয়াচে রোগ এটি এভাবেই ছড়ায়। আমাদের যে কর্মকৌশল সেটাও প্রধানমন্ত্রীর নির্দেশনা তিন স্তরের। প্রথম ব্যবস্থা হিসাবে যাতে ভাইরাসটি দেশে না আসে সে বিষয়টি কন্ট্রোল করা। দ্বিতীয়ত যদি আসে তাহলে একজন থেকে আরেকজনে না ছড়ায় সে জন্য ট্রান্সমিশন কন্ট্রোল করব সে ব্যবস্থা নেবো। তৃতীয়ত যদি কিনা আবির্ভাব হয় কিভাবে তা ম্যানেজ করব।
প্রধানমন্ত্রীর কাছে আমরা কেসগুলো নিয়ে রিপোর্টও করেছি, তিনি বলেছেন আমাদের কি করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার কাথা জানিয়ে তিনি বলেন, আমরা যেন আতঙ্কিত না হই।
আগামীনিউজ/তরিকুল/মিজান/সবুজ