জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ মার্চের কালজয়ী ভাষণ শোনা যাবে ১৯ হাজার ২০০ শিশুর কণ্ঠে।
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’-এর ব্যবস্থাপনায় আগামী ৭ মার্চ দুপুর আড়াইটায় খুলনা জেলা স্টেডিয়ামে সম্পন্ন হবে এ আয়োজনটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এই ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। বুধবার (৪ মার্চ) এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৯৭১ সালের অগ্নিঝরা ৭ মার্চের বঙ্গবন্ধুর দেয়া কালজয়ী ভাষণটি ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি লাভ করে।
আগামীনিউজ/মামুন