1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইন্দোনেশিয়া থেকে রেলের ২২ কোচ চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০১:২৯ পিএম ইন্দোনেশিয়া থেকে রেলের ২২ কোচ চট্টগ্রামে

ইন্দোনেশিয়া থেকে ষষ্ঠ ধাপে চট্টগ্রাম হয়ে দেশে এসেছে আরো ২২টি নতুন মিটারগেজ কোচ। চট্টগ্রাম পোর্ট থেকে সরাসরি কোচ গুলো পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হয়েছে। রেলের বহরে আধুনিক কোচ বাড়ানোর লক্ষ্যে একের পর এক নতুন কোচ আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে।

রবিবার (১ মার্চ) চট্টগ্রামের পাহাড়তলী রেল কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ ওমর ফারুক নতুন কোচ আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইন্দোনেশিয়া থেকে আসা নতুন কোচ গুলো গত ২৭ ফেব্রুয়ারি তারিখে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এর দুই দিনের মধ্যেই নতুন কোচ গুলো পাহাড়তলী ওয়ার্কশপে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে বরাদ্দ দেয়া হবে এসব নতুন কোচ।

মিটারগেজ কোচ আমদানির প্রকল্প দফতর সূত্রে জানা যায়, নয় ধাপে ইন্দোনেশিয়া থেকে ২০০টি মিটারগেজ কোচ আমদানি করা হচ্ছে। প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে ১১৪ টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে। আর বর্তমানে ষষ্ঠ ধাপে এসেছে আরো ২২টি মিটারগেজ কোচ। অর্থাৎ ২০০টি কোচের মধ্যে ১৩৬টি কোচ দেশে এসে পৌঁছেছে। এখনো তিন ধাপে ৬৪টি মিটারগেজ দেশে আসবে।

আগামীনিউজ/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner