1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মোংলা বন্দরে ৩টি হারবার ক্রেণ সরবরাহ করবে জার্মানি

আমির হামজা প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১০:০৬ পিএম মোংলা বন্দরে ৩টি হারবার ক্রেণ সরবরাহ করবে জার্মানি

ঢাকা : মোংলা বন্দরের জন্য তিনটি মোবাইল হারবার ক্রেণ সংগ্রহ করছে সরকার। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৪৪ লাখ টাকা। জার্মানির ম্যাক্সওন পাওয়ার লিমিটিডে কোম্পানি এই তিনটি মোবাইল হারবার ক্রেন সরবরাহ করবে বলে জানা গেছে।

ইতোমধ্যেই নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে। আগামীকাল (বুধবার) নৌ মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভায় উঠতে পারে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি বা সরঞ্জাম সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ সারির কন্টেইনারবাহী পিয়ারুসেস জাহাজ হ্যাডেলিং এর জন্য তিনটি মোবাইল হারবার ক্রেন সংগ্রহ করতে খরচ হবে ১২৫ কোটি ৪৪ লাখ টাকা।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ স্বাক্ষরিত নৌ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, জার্মানির ম্যাক্সওন পাওয়ার লিমিটিডে কোম্পানি ‘কোন ক্রেনস জিএমবিএইচ ফর্সস্ট্রি’  তিনটি মোবাইল হারবার ক্রেন সরবরাহের টেন্ডার জমা দিয়েছিলো। কিন্তু দরপত্রের মধ্যে মোবাইল হারবার ক্রেনের হুইল লোড ৮ থেকে ৯ মেট্রিক টনের অধিক গ্রহণযোগ্য নয় মর্মে টেন্ডারে শর্ত থাকলেও ‘কোন ক্রেনস জিএমবিএইচ ফর্সস্ট্রি’ কোম্পানির অফারকৃত হুইল লোড ছিল ১৬ মেট্রিক টন। তাছাড়া তাদের প্রস্তাবিত ক্রেনে সকল টায়ারের ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান যোগ্যতা না থাকায় কমিটি কর্তৃক উক্ত কোম্পানিকে অকৃতকার্য হিসেবে গণ্য করা হয়।

অপরদিকে কমিটি জার্মানির ম্যাক্সওন পাওয়ার লিমিটিডে কোম্পানিকে মোংলা বন্দরে মোবাইল হারবার ক্রেন সংগ্রহের প্রস্তাবটি গ্রহণ করেছে কারণ টেন্ডারের সবগুলো শর্ত মানা হয়েছে। জামার্নির ম্যাক্সওন পাওয়ার লিমিটেড কোম্পানির দেয়া প্রস্তাবের দর দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের চেয়ে টাকা ১ দশমিক ৬১ শতাংশ কম, যা অনুমোদিত প্রস্তাবটি প্রাক্কলিত দরের সাথে সামঞ্জস্যপূর্ণ।

আগামীনিউজ/আমির/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner