ঢাকা : কুমিল্লা থেকে চার্জশিটভুক্ত পালাতক এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতের নাম মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৭)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) পুলিশের এন্টি টেররিজম ইউনিটের লিগ্যাল এন্ড মিডিয়া থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কুমিল্লার দেবিদ্বার থানার ছোটনা সাকিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানার ভবাইনগর খাড়িপাড়া গ্রামে।
এন্টি টেররিজম ইউনিটের লিগ্যাল এন্ড মিডিয়া সূত্র জানায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমান নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন সক্রিয় সদস্য।
২০১৬ সালে ১ মে তার নামে নীলফামারী সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ জানুয়ারি নীলফামারী সদর থানা পুলিশ বিজ্ঞ আদালতে উক্ত আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। সে উক্ত মামলার চার্জশীটভুক্ত পালাতক জেএমবি সদস্য।
সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতের বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যাছাই বাছাই শেষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) নীলফামারী সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
আগামীনিউজ/সুমন/সবুজ