1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক প্রত্যাহারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৫:৩১ পিএম যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক প্রত্যাহারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের রপ্তানি করা পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে সব ধরনের বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা না দিলেও অন্তত দেশটি থেকে আমদানি করা সুতায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হোক। রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর থেকে ১৫ শতাংশের শুল্ক তুলে দিলে রপ্তানি আরও বাড়বে।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আমেরিকান চেম্বার অব কর্মাস ইন বাংলাদেশ আয়োজিত মধ্যাহ্ন ভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় আমেরিকান চেম্বার অব কর্মাস ইন বাংলাদেশ সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ ও  সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বক্তব্য দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু চীন নয়, বাংলাদেশ বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়ে আসছে। কারণ বাংলাদেশ শুধু একটি দেশের বিনিয়োগের ওপর নির্ভরশীল হতে চায় না। বর্তমানে তৈরি পোশাকসহ সব ধরনের শিল্প কারখানার পরিবেশ অভূতপূর্ব উন্নতি হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রানা প্লাজা ধসের পর আমাদের দেশের তৈরি পোশাকসহ সব ধরনের শিল্প কারখানার পরিবেশ অভূতপূর্ব উন্নত হয়েছে।

এসময় রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে পালিয়ে তারা বিভিন্ন দেশে যাবার চেষ্টা করছে, এ ধরনের উদ্যোগ যেন সফল না হয় সে জন্য যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

আগামী নিউজ/ইমরান/রাফি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner