1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

১৬ কোটি মানুষের হাতে ১৫ কোটি মোবাইল : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০১:২৭ পিএম ১৬ কোটি মানুষের হাতে ১৫ কোটি মোবাইল : তথ্যমন্ত্রী

ঢাকা : ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘১৬ কোটি মানুষের হাতে এখন ১৫ কোটি মোবাইল ফোন, এটাই ডিজিটাল বাংলাদেশ।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের রেডিও ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০০৮ সালে আমরা দুইটি স্বপ্নের কথা বলেছিলাম। একটা ডিজিটাল বাংলাদেশ আরেকটা দিন বদল। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।

তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে ভোলার মনপুরা চর অথবা চর কুকরি-মুকরি থেকে টেলিমেডিসিন সেবা নেয় মানুষ, প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক গাছে কোন পোকা লেগেছে তার ছবি তুলে জেলা কৃষি অফিসে পাঠায়। তারা মোবাইল ফোনে কৃষি অফিস থেকে পরামর্শ নেয় এটাই হলো ডিজিটাল বাংলাদেশ।’

তিনি আরো বলেন, ‘দিনাজপুরের যে রিক্সাওয়ালা ঢাকায় রিক্সা চালায়, কিংবা টেকনাফের কোন চাকুরিজীবী এখন সহজেই গ্রামে টাকা পাঠাতে পারে এটাই ডিজিটাল বাংলদেশ।’

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর তেমন স্বপ্ন নয় এটা এখন বাস্তবতা তেমনি দিন বদলের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এখনকার অনুষ্ঠানের সাথে যদি ১১বছর আগের ভিডিও ক্লিপ মেলান তাহলে দেখতে পাবেন আজকের চেহারাগুলো অনেক চাকচিক্যময়।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার প্রমুখ।

আগামীনিউজ/মিঠু/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner