1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাতৃভাষা দিবসে নাশকতার কোনো হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০, ০৬:৩২ পিএম মাতৃভাষা দিবসে নাশকতার কোনো হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাশকতার কোনো হুমকি নেই বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। দিবসটির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক থাকবে।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশের সব শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিশেষ নিরাপত্তা থাকবে এবং সিসিটিভির আওতায় আনা হবে। যারা শ্রদ্ধা জানাতে আসবে তাদের নিরাপত্তায় সমস্যা হবে না। বিদেশি মেহমান ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুষ্ঠু বিচারের স্বার্থে মামলা জট কমাতে আইনে কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন ছিল, সেটিই করা হয়েছে মাত্র। তবে আইনটি সংশোধনে যেটি নীতিগত অনুমোদন হয়েছে মতামতের জন্য তা আইন মন্ত্রণালয়ে আসবে, এরপর সংসদে যাবে। পরে সেটি সংসদীয় কমিটিতে গিয়ে আবার সংসদে আসবে। এরপর সংসদ পাস হলে তা কার্যকর হবে।’

তিনি বলেন, ‘দেশের বর্তমান কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ কয়েদি আছে। যারমধ্যে অনেকে অনেকদিন আদালতে মামলাজটের জন্য জামিন পাচ্ছে না। এটি সংশোধন হলে মামলা জট কমে আসবে।’


আগামীনিউজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner