1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিরোধী দলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১০:৫১ এএম বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিরোধী দলের

ঢাকাঃ জাতীয় সংসদে বিরোধী দল বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সংসদের বিরোধী দল।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এই দাবি জানান।

এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অসহনীয় উল্লেখ করে চুন্নু বলেন, ‘জনগণ অনেক আশা নিয়ে মাত্র এক মাস আগে এই সরকারকে নির্বাচিত করেছে। সরকার এভাবে রোজার আগে বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ায়, তাহলে সেটা হবে অসহনীয়। আমি আমাদের দলের পক্ষ থেকে সরকারকে বিনীত অনুরোধ করব, অন্তত পক্ষে গ্যাসের দাম ও বিদ্যুতের দামটাকে এই মুহূর্তে বৃদ্ধি করবেন না।’

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘সরকার একটা স্থিতিশীলতায় আসুক, দেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থায় আসুক, অর্থনীতি একটা স্বাভাবিক অবস্থায় আসুক তখন এই চিন্তা করেন। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি।’

অপরদিকে বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজার ব্যবস্থা স্থিতিশীল এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।


এম/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner