1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২১, ০১:৩২ পিএম নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট
ছবি: আগামী নিউজ

নওগাঁঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইলেকট্রনিক মিডিয়া ট্রাইব্রেকারে ৩-২ গোলে প্রিন্ট মিডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রবিবার (২১ মার্চ) বিকেলে জেলা প্রেসক্লাবের আয়োজনে নওগাঁ স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

বিকেল ৪টায় ইলেকট্রনিক মিডিয়া ১৬ জন খেলোয়ার এবং প্রিন্ট মিডিয়ার ২০ জন খেলোয়ার নিয়ে খেলা শুরু হয়। ৫০ মিনিটের প্রথম রাউন্ডে কোন গোল হয়নি। দ্বিতীয় রাউন্ডের মাঝামাঝি সময়ে ইলেকট্রনিক মিডিয়া ১টি গোল করে। এর ১৫ মিনিট পর প্রিন্ট মিডিয়া ১টি গোল দিয়ে সমতা অজর্ন করে। নির্ধারিত সময়ে খেলা শেষে ড্র হয়। এরপর উভয় দল ৫টি করে ট্রাইব্রেকার করে ৩টি করে গোল করে। দু’দফা ট্রাইব্রেকারে খেলা ড্র হয়। তৃতীয় দফা ট্রাইব্রেকারে ইলেকট্রনিক মিডিয়া ট্রাইব্রেকারে ৩-২ গোলে প্রিন্ট মিডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

ম্যাচ অফ দ্যা ম্যাচ হন আরটিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সোহাগ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন- জেলা প্রশাসক হারুন অর রশীদ।

এসময় প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ মনির সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, মুক্তিযোদ্ধা গোলাম সামদানি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner