1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিডিনিউজ ও জাগোনিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবি ডিইউজের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ০৭:১৯ পিএম বিডিনিউজ ও জাগোনিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবি ডিইউজের

ঢাকা: চাল চুরির সংবাদ প্রকাশের জেরে ডিইউজের সদস্য জাগো নিউজ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় উদ্বেগ জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

গত  ১৭ এপ্রিল, ২০২০ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় এই দুই সম্পাদকসহ ৪ জনের নামে মামলাটি দায়ের করা হয়।

সোমবার (২০ এপ্রিল) বিবৃতিতে ডিইউজে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের কারণে কোনও ধরণের বিভ্রান্তি থাকলে কিংবা কোনও মহল ক্ষুব্ধ হলে তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রতিবাদ কিংবা ব্যাখা পাঠিয়ে প্রতিকার চাইতে পারে। এটাই প্রচলিত রীতি। কিন্তু তা না করে দু'টি প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পেপারের সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলা দায়ের করার অর্থ হচ্ছে স্বাধীন সাংবাদিকতার উপরে মনস্তাত্বিক চাপ সৃষ্টি করা।

ডিইউজের নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সংক্ষুব্দ ব্যক্তিরা প্রতিকার পেতে চাইলে বাংলাদেশ প্রেস কাউন্সিলেও অভিযোগ করতে পারতেন। কিন্ত তা পাশ কাটিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা করা হয়েছে, তা হয়রানির সামিল।

নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের শুরু থেকেই সাংবাদিকরা এই নিবর্তনমুলক আইনের প্রতিবাদ জানালে সরকারের তরফে তার অপপ্রয়োগ হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যেনতেন ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় এ ধরণের মামলা অহরহ দায়ের করার মধ্যদিয়ে সাংবাদিকদের নাজেহাল ও হয়রানী করা হচ্ছে।

আগামী নিউজ/ সুমন/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner