1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ড. নিম হাকিমের কবিতা

যোগ্য নই

সাহিত্য ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ১২:২৯ পিএম যোগ্য নই
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

আমি বেরিয়ে যাই কাজের সন্ধানে,

আমার স্ত্রী-পুত্র চেয়ে থাকে পথের পানে

কখন ফিরব কি নিয়ে।

 

সারাদিন ঘুরে যখন কাজ পাইনে

এক মুঠো অন্ন নাহি মোর জোটে

ফিরে আসি আমি গৃহে শূন্য হাতে।

 

পাখিরা শুন্যে উড়ে, এখানে সেখানে খায়

সন্ধ্যায় ফিরে আসে আপন নীড়ে

এভাবেই বেঁচে থাকে মানুষের ভিড়ে।

 

ওরা মাটিতে খায় আকাশে ওড়ে

আমরা মাটিতে থাকি তবু

খানা নেই মোদের ঘরে।

 

নিয়ে তৃণ মাটি থেকে ডালে বাঁধে বাসা

থাকি মোরা মাটিতে তবু কোণ ঠাসা

আমাদের আছে শুধু বুক ভরা আশা।

 

সেদিনের কথা

বুক ভরা ব্যথা

ছেলের দুধ ছিল না

ঘরে ছিল মেহমান।

 

পরিচিত জনের দ্বারে দ্বারে ঘুরে

সন্ধ্যায় ফিরছি বিফল হয়ে 

ত্রাণকর্তা চলে গেল নিরাপত্তা ঘিরে

লাল সবুজের ফ্লাগ উড়িয়ে।

 

স্ত্রী বলে, আমি তার যোগ্য স্বামী নই

আসলে তাই, উত্তর নিজের কাছেই পাই

নীরবে তার অপবাদ সই। 

 

তাকে নিয়ে পার্কে ঘোরা

বিয়ের পর মধুচন্দ্রিমা

কিছুই হয়নি করা।

 

শিশু পার্কের দোলনায়

দোলাতে পারেনি শিশু

সোনা-জামদানি বউকে দিইনি কিছু।

 

বয়স পেরিয়ে যাওয়া মেয়ে

যৌতুক দিয়ে পারিনি দিতে বিয়ে

সমাজ দিয়েছে খেতাব

কন্যাদায়গ্রস্ত পিতা বলে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner