আমি যুদ্ধের সৈনিক
খাবার জোটে দৈনিক
আদেশ পালন সার্বক্ষণিক।
আমি কর্মচারী
বস আমার স্বৈরাচারী
কি আমি করতে পারি।
রাজ্যের কর্মচারি
আদেশ পালন করি
যেন এক গোবেচারি।
আদেশ যা হয় তাই করি
তিনি যা বলেন
তাই শুধু শুনি।
শিখেছি ওনার কাছে
আমার আর কি আছে
সবই তো ধবংস হয়ে গেছে।
ছিলাম গ্রামে
এসেছি শহরে
থাকি সাহেবের আদলে।
লজ্জার কথা
গরিব পিতা-মাতা
সদা অবনত মাথা।
যত বড় নাম-ডাক
তত বড় হাঁক
তাতে আমার সব হয় মাফ।
খাই দাই সুখে থাকি
দেখি শুনি জানি
শুধু বসের কথা মানি।
এ মানায় পরকালে
কি হবে ভাই
তাও নাহি জানি।