ধনীর দুলালী যদি যায় দুলালের কাছে
এ যে ভালোবাসা, তাতে দোষ কিসে?
গরিবের গোলাপ যদি কভু যায়, গোলাপীর কাছে
তাহলে কপালে তাঁর বিচার শালিসি আর
শত দোররা আছে।
মজুর হয়ে মিস্ত্রী যদি, বসে চেয়ারে?
এ যে লজ্জার কথা,
ও তো দিন রোজগারে।
শ্রমের তৈরি আসনে শ্রমিক নেই,
প্রভু সেজে বসে আছে মহাজন যেই।
মালি শুধু বাগানের পরিচর্যা করে
ফুল নেই তাঁর কপালে যায় মালিকের ঘরে।
আগামীনিউজ/নাসির