সুনীল আকাশে আজ
মেঘ জমেছে
মেঘের আড়ালে রবি
মুখ ঢেকেছে
হারিয়ে গেছে তাই
দিনের আলো
আজ তাই কোন কিছু
লাগেনা ভালো।
আলো বিনে দিনে আজ
নেমেছে আঁধার
দিগন্তে জমেছে আজ
মেঘের পাহাড়
বৃষ্টির জলে সব
ভিজে একাকার
দুরন্ত ঝড়ের আঘাত
হানিছে বারবার।
উত্তাল ঢেউয়ের তালে
সাগর নাচে
সাগরের ঢেউ আজ
ঘরের কাছে
সবকিছু যায় ভেসে
জোয়ারের জলে
ডুবে যায় সব তাই
জলের তলে।
ঢেউয়ের আঘাতে ভাঙ্গে
যদি নদীর বাঁধ
মুছে যাবে মানুষের
সব স্বপ্ন সাধ
ভেঙ্গে যাবে সব
মানুষের মন
নিঃস্ব হবে মানুষ
কেউ হারাবে জীবন।
আজি মোরা অসহায়
মোরা নিরুপায়
হে দয়াময় তুমি হও
মোদের সহায়
দয়া করে মোদের তুমি
ক্ষমা করে দাও
মহাবিপদ হতে
তুমি মোদের বাঁচাও।
লেখক: মাহবুব