তীব্র রোদের ঝাঁজালো তাপে
পুড়ে হলেও ছাই,
নীলফামারী এক্সপ্রেস
পুনর্বহাল চাই।
নাম নিয়ে তামাশা টার
যুক্তি ছিল কি?
প্রশান্ত মনে অগ্নিশিখায়
ঢালল কেন ঘি-?
নীলফামারী এক্সপ্রেস
প্রথম প্রজ্ঞাপন,
এক নিমিষেই সেই নামের
কেন পরিবর্তন-?
এত এত প্রশ্নগুলোর
জবাব মোরা চাই,
নাম নিয়ে এই ছলনা
করলো কারা ভাই।
কেউবা আবার ভুয়া ক্রেডিট
নিচ্ছে বসে বসে,
অকারণে অন্যদেরকে
মিছামিছি দোষে।
নীলফামারীর দামাল ছেলেরা
লড়ছে দেখো ওই,,
কু -চক্রীরা এসি রুমে
খাচ্ছে বসে দই।
এতকিছুর পরেও মোদের
দাবি একটাই,
"নীলফামারী এক্সপ্রেস"
পুনর্বহাল চাই।
....................................
৩ জুন ২০২৩
সময় বেলা,৪:৩০
কবিতা কুটির নীলফামারী।