1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যেসব ফল অতিরিক্ত খেলে কিডনিতে স্টোন হয়!

লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৩:১১ পিএম যেসব ফল অতিরিক্ত খেলে কিডনিতে স্টোন হয়!

ফল খেতে আমরা অনেকে পছন্দ করি। তবে কিছু ফল রয়েছে যা অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে। অতিরিক্ত ভিটামিন ‘সি’ স্টোন হয়ে অনেক সময়েই জমা হয় কিডনিতে। ফলে কিডনিতে পাথর হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ‘সি’। তবে বেশি খেলেই সম্ভাবনা থাকে।

চিকিৎসকদের মতে, ডায়রিয়া, বমিভাব, অম্বল থেকে গলা-বুক জ্বালা, মাথাব্যথা, অনিদ্রাতেও ভুগতে পারেন বেশি ভিটামিন ‘সি’ খেলে।

আসুন জেনে নিই ভিটামিন ‘সি’ অতিরিক্ত খেলে যেসব ক্ষতি হয় :

১. ভিটামিন ‘সি’ বেশি খেলে হজমের সমস্যা হতে পারে। দিনে ২ হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন ‘সি’ খেলে ডায়রিয়া, বমি ও অম্বল হতে পারে।

২. ভিটামিন ‘সি’ আয়রনের ভালো উৎস। ভিটামিন ‘সি’ খাওয়া মানেই শরীরে আয়রনের আধিক্য। এতে লিভার, হার্ট, প্যানক্রিয়াস ও থাইরয়েড ক্ষতিগ্রস্ত হয়। চাপ পড়ে স্নায়ুতন্ত্রেও।

৩. রক্তে মেশে না বলেই অতিরিক্ত ভিটামিন ‘সি’ স্টোন হয়ে অনেক সময়ই জমা হয় কিডনিতে। এতে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থেকে যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘সি’ খান, তবে অতিরিক্ত খাওয়া যাবে না।

কীভাবে ভিটামিন ‘সি’ খাবেন?

ফল, খাবারের মাধ্যমে ভিটামিন ‘সি’ খেলে তা ক্ষতি করে না শরীরের। ওষুধ বা সাপ্লিমেন্ট হিসেবে খেলে ক্ষতিকর।

সূত্র: এনডিটিভি

আগামীনিউজ/ হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner