1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ত্বকের যত্নে চন্দনের ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ০৯:৪৩ এএম ত্বকের যত্নে চন্দনের ফেসপ্যাক

ত্বকের যত্নে সেই প্রাচীনকাল থেকেই রয়েছে চন্দনের কদর। চন্দন যেমন ত্বকের দাগ দূর করে, তেমনি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতেও এর জুড়ি নেই। চলুন জেনে নেয়া যাক চন্দনের ফেসপ্যাক সম্পর্কে।
 
পরিমাণমতো চন্দনের গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন এই প্যাক।

দুই টেবিল চামচ চন্দনের গুঁড়া ও আধা টেবিল চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণমতো কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। না শুকানো পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন প্যাকটি।

সমপরিমাণ অ্যালোভেরা জেল চন্দন গুঁড়ার সঙ্গে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

এক টেবিল চামচ করে শসার রস, টক দই, মধু ও চন্দনের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন।
সমপরিমাণ চন্দন গুঁড়া ও কমলার খোসা গুঁড়ার সঙ্গে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুই চা চামচ মুলতানি মাটি, দুই চা চামচ চন্দনের গুঁড়া, এক চা চামচ লেবুর রস ও পরিমাণমতো গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তিন টেবিল চামচ আপেল ব্লেন্ড করে নিন। এক টেবিল চামচ চন্দনের গুঁড়া ও পরিমাণমতো গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আগামীনিউজ/ হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner