1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাধারণ কর্পূরের অসাধারণ গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৬:১৮ পিএম সাধারণ কর্পূরের অসাধারণ গুণাগুণ

বিজ্ঞানসম্মত নাম ‘সিনামোনান ক্যাম্ফরা’। সাধারণত আমরা একে কর্পূর নামেই জানি। পূজা থেকে শুরু করে ঘরোয়া বেশ কিছু কাজে কর্পূরের বিশেষ ভূমিকা রয়েছে। ভারত, জাপানসহ প্রায় গোটা এশিয়া জুড়েই কর্পূর গাছ জন্মায়।

কর্পূর গাছের ছাল থেকেই ব্যবহারিক কর্পূর পাওয়া যায়। উদ্বায়ী স্বভাব ও সুগন্ধ এর প্রধান বৈশিষ্ট্য। আগেকার দিনে উদ্বায়ী কর্পূরকে পানিতে ডুবিয়ে রেখে তাকে শীতল করার রীতি ছিল।

তবে শুধু ঘরোয়া কাজেই নয়, কর্পূর বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতেও বিশেষ উপযোগী। চলুন তবে জেনে নেয়া যাক…

র‌্যাশ কমাতে: ত্বকে র‌্যাশ বা চুলকানি হলে কর্পূরের তেলকে পানির সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে মালিশ করলে ত্বকের সমস্যা দ্রুত কমবে।

ত্বকের অসুখ: এগজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের অসুখের চিকিৎসায় কর্পূর অপরিহার্য। এই সব অসুখের বেশির ভাগ মলমেই কর্পূর থাকে।

অনিদ্রার সমস্যায়: কর্পূরের গন্ধ ঘুম ডেকে আনতে সাহায্য করে। যারা ইনসমনিয়ায় ভোগেন, ঘুমোনোর আগে বালিশে কয়েক ফোঁটা কর্পূরের তেল দিয়ে ঘুমোলে অনিদ্রার সমস্যা কমবে।

প্রদাহ কমাতে: শরীরে আঘাত লাগলে আঘাতপ্রাপ্ত স্থানে কর্পূর মালিশ করলে ব্যথা দ্রুত কমবে।

ঠাণ্ডা লাগা ও গলার সংক্রমণে: সর্দি কাশির উপশমে কর্পূর ব্যবহার করার চল বহু প্রাচীন। এ সময় বুকে-পিঠে কর্পূরের তেল মালিশ করলে ঠাণ্ডা লাগার প্রবণতা কমে।

চুলের যত্নে: বাজারের বিভিন্ন রাসায়নিকের বদলে কর্পূরের তেল ব্যবহার করলে চুল দ্রুত বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে চুল পড়াও কমবে। যে তেল ব্যবহার করেন তার সঙ্গেও কর্পূরের তেল মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করলে চুলের স্বাস্থ্য বজায় থাকবে।

আগামীনিউজ/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner