1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আপনার মধ্যে কী এমন জাদু আছে: ব্যারিস্টার সুমনকে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৪:১১ পিএম আপনার মধ্যে কী এমন জাদু আছে: ব্যারিস্টার সুমনকে হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকাঃ একজন আইনজীবী হয়েও দেশের ফুটবল অঙ্গনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার সুমনের উদ্দেশে আদালত বলেছেন, আপনার মধ্যে কী এমন জাদু আছে যে আপনার ফুটবল খেলা দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে?

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে গুলশানের একটি পরিত্যক্ত বাড়ি দখলে নেওয়ার অভিযোগে করা মামলার শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে কথা বলেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘সুমন সাহেব আপনার মধ্যে কী এমন জাদু আছে আপনি যেখানে  ফুটবল খেলতে যান সেখানেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে। নারী-পুরুষ সব শ্রেণির মানুষ আপনার খেলা দেখতে সমবেত হয়। এসময় বেঞ্চের অপর বিচারপতি খিজির হায়াত একই কথা বলেন। তখন ব্যারিস্টার সুমন কিছুক্ষণ নিরব থেকে বলেন, ‘আমার কাজের সমালোচনা করলে আমি জবাব দেই না। নিরব থাকি। মানুষ আমার কাজকে ভালোবাসে।’

সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে রিট শুনানির এক পর্যায়ে আদালতে ফুটবল অঙ্গনে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তার প্রসঙ্গটি উঠে আসে।

পরে ব্যারিস্টার সুমন বলেন, হ্যাঁ, আজকে আদালত এমন প্রশ্ন (আমার জনপ্রিয়তা) তুলেছেন। আমি মনে করি, মানুষ ঘৃণা করলে দায়িত্ব থাকে না। তাকে এড়িয়ে চলা যায়। কিন্তু মানুষের ভালোবাসা থাকলে তাদের প্রতি দায়িত্ববোধ বেড়ে যায়। আমি মনে করি আমার ক্ষেত্রেও তা-ই হচ্ছে।

তিনি বলেন, দেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমার কারণে তারা ফুটবল নিয়ে নতুন করে আশার আলো দেখেছে। এ কারণে হয়েতো এত ভালোবাসা দেখাচ্ছে মানুষ।

আদালত খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে দুদকের অনুসন্ধান প্রতিবেদন আগামী ৯ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। সালাম মুর্শেদীর পক্ষে অ্যাডভোকেট তানজির মান্নান উপস্থিত ছিলেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner