1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুমনের রিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০২:২৬ পিএম ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুমনের রিট

ঢাকাঃ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে রিট আবেদনটির অনুমতি নেওয়া হয়েছে।

পরে আইনজীবী সায়েদুল হক সুমন বলেন, এই পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে ২০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। কিন্তু তাকসিম এ খানের কোনো অভিজ্ঞতা ছিল না। এছাড়াও নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাঝা করা হয়েছে। এ ধরনের দায়িত্বে নিয়োগ পেতে পয়ঃনিষ্কাশন বিষয়ে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। তার কোনো অভিজ্ঞতা ছিল না।

২০০০ সালে এই বিষয়ে নিয়োগবিধি হয়েছে সে বিষয়ে তার কোনো যোগ্যতা নেই। তারপরেও তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বহালতবিয়তে বহাল আছেন।

জনস্বার্থে এই ধরনের নিয়োগ বাতিল করতে হবে। আমরা তার নিয়োগপত্র চ্যালেঞ্জ করেছি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner