1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মানবতাবিরোধী অপরাধ: আসামির মৃত্যুতে মামলা অকার্যকর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১১:৩৫ এএম মানবতাবিরোধী অপরাধ: আসামির মৃত্যুতে মামলা অকার্যকর ঘোষণা

ঢাকাঃ কারাবন্দি থাকাবস্থায় মৃত্যুবরণ করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য যশোর কেশবপুরের রাজাকার কমান্ডার সাখাওয়াত হোসেনের আপিল কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি একই মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিল্লালও মৃত্যুবরণ করায় তার আপিলও বাদ দিয়েছেন আদালত।

বুধবার (২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

২০১৬ সালের ১০ আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় শাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার আট আসামির মধ্যে যশোরের কেশবপুরের অন্য সাতজনকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাতজন হচ্ছেন- মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, মো. আজিজ সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম ও মো. আব্দুল খালেক মোড়ল।

ওই আট আসামির মধ্যে গ্রেফতার ছিলেন সাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন। বাকি ছয় আসামি পলাতক।

মুক্তিযুদ্ধকালীন ইসলামী ছাত্রসংঘ নেতা সাখাওয়াত হোসেন ছিলেন মুক্তিযুদ্ধে যশোরের কেশবপুরের রাজাকার বাহিনীর কমান্ডার। অন্য আসামিরা ওই বাহিনীর সদস্য ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরে গ্রেফতার হওয়া দুজন আপিল বিভাগে আবেদন করেন। ওই আপিল বিচারাধীন থাকা অবস্থায় ২০১৮ সালে বিল্লাল এবং ২০২১ সালে সাখাওয়াত মারা যান। এরপর আজ ওই আপিল অকার্যকর ঘোষণা করা হয়।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner