1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নববধুকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির দন্ডাদেশ

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৬:২৩ পিএম নববধুকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির দন্ডাদেশ
ছবি: আগামী নিউজ

নড়াইল: যৌতুকের দাবিতে নববধুকে হত্যার দায়ে স্বামী গাউস মিনাকে ফাঁসির দন্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ সানা মোঃ মাহরুফ হাসেন এ দন্ডাদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্তের নাম গাউস মিনা। কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের বাসিন্দা গাউস যৌতুকের দাবিতে ১ মাসের বিবাহীত নববধুকে ১১ সালের ১৭ এপ্রিল শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদি টুটুল বিশ্বাস বাদি হয়ে বোন জামাই ও তার মাকে আসামী করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ঐ বছরের ১৭ সেপ্টেম্বর পুলিশ মা-ছেলের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র জমা দেয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ১০জনের স্বাক্ষ্যগ্রহন শেষে আসামী গাউসের বিরুদ্ধে বাদি পক্ষের আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমান হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। 

এ ছাড়াও মামলার অপর আসামী গাউওসের মা শাহিদার বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। 

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner