1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কাপাসিয়ায় জালাল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি বহাল

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২১, ০৮:০৫ পিএম কাপাসিয়ায় জালাল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি বহাল
সংগৃহীত

গাজীপুর: জেলার কাপাসিয়ায় আলোচিত উপজেলা যুবলীগের সভাপতি জালাল উদ্দিন হত্যা মামলার আপীলের (ডেথ রেফারেন্স) রায়ে উপজেলা যুবদল ও ছাত্রদলের ১১ আসামীর মধ্যে ৫ জনের ফাঁসিতে মৃত্যু দন্ডাদেশ বহাল রেখে ৫ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও একজনকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্টের আপীল বেঞ্চ আদালত।

বিচারপতি শহিদুল করিম ও আক্তারুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার এ রায় ঘোষণা করেন। 

ফাঁসির দন্ডাদেশ প্রাপ্তরা হলেন- কাপাসিয়া উপজেলার বাটপাড়া এলাকার সাবেক উপজেলা ছাত্রদল নেতা ফারুক হোসেন, কাপাসিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি পাবুর এলাকার আব্দুল আলীম, যুবদল কর্মী জজ মিয়া ও আল আমিন এবং নলগাঁও কেওনপাড়া এলাকার ছাত্রদল কর্মী বেলায়েত হোসেন বেল্টু। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, কাপাসিয়া উপজেলার খোদাদিয়া এলাকার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হালিম ফকির, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক জুয়েল ও যুবদলকর্মী মাহবুবুর রহমান রিপন এবং পাবুর এলাকার ছাত্রদল কর্মী ফরহাদ হোসেন ও সাংবাদিক আতাউর রহমান। 

মামলার অপর আসামী যুবদল কর্মী জয়নাল আবেদীনকে খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে আল আমিন ও আতাউর সহোদর ভাই।

জানা গেছে, ২০০৩ সালের ১৭ আগস্ট কাপাসিয়া উপজেলার বলখেলা বাজার এলাকায় বাড়ির পাশে উপজেলা যুবলীগের সভাপতি জালাল উদ্দিন সরকারকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় কাপাসিয়া উপজেলা যুবদলের ও ছাত্রদলের সভাপতিসহ কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মিলন সরকার।

মামলার দীর্ঘ শুনানী ও ২২জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ২০১৫ সালের ৩০ নভেম্বর গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া ওই মামলার রায় প্রদান করেন। রায়ে ১১জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দেন বিচারক। আসামীরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেন।

শুনানী শেষে হাইকোর্টের আপীল বেঞ্চের বিচারক শহীদুল করিম ও আক্তারুজ্জামান বৃহষ্পতিবার এ মামলার ডেথ রেফারেন্সের রায় প্রদান করেন। আদালত ভার্চুয়ালী এ রায়ে উল্লেখিত ৫জনের ফাঁসিতে মৃত্যুর দন্ডাদেশ বহাল রাখেন। রায়ে ওই মামলার অপর ৫ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও একজনকে খালাস দেওয়া হয়।  

দন্ডপ্রাপ্তদের মধ্যে জজ মিয়া, আল আমিন, জুয়েল, হালিম ফকির ও মাহবুবুর রহমান রিপন পলাতক রয়েছে।

রায় ঘোষণাকালে নিহতের কলেজ পড়ুয়া মেয়ে শাহরিয়ার জালাল হৃদি ও চাচাতো ভাই নয়ন সরকারসহ পরিবারের সদস্যরা ও আইনজীবীগণ আদালতে উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner