1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
গ্রীনলাইনের আঘাতে

পা হারানো রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে রায় ১৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০১:১৭ পিএম পা হারানো রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে রায় ১৫ এপ্রিল

গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় পা হারানো রাসেল সরকারের ক্ষতিপূরণের বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১৫ এপ্রিল দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি  এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে গ্রীনলাইন পরিবহন কর্তৃপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হারুনর রশিদ।

এর আগে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে কিস্তিতে বাকি ৪৫ লাখ টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ওই অর্থ রাসেলকে দিয়ে ১৫ তারিখের মধ্যে আদালতে অর্থ পরিশোধের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে এরপর আর কোনো টাকা পরিশোধ করেনি পরিবহন কর্তৃপক্ষ।

রাসেলের পা হারানোর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনজীবী উম্মে কুলসুমের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ হাইকোর্ট এক আদেশে দুই সপ্তাহের মধ্যে ভুক্তভোগীকে (রাসেল) ৫০ লাখ টাকা দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই সঙ্গে প্রয়োজন হলে রাসেলের পায়ে অস্ত্রোপচার এবং কাটা পড়া বাঁ পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচ দিতে ওই পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

আগামীনিউজ/হাসি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner