১৬ ডিসেম্বর ১৯৭১। বিজয় ঘোষিত হলো বাঙালির। স্বাধীন হলো দেশ। পৃথিবীর মানচিত্রে বসলো আর একটি নতুন দেশের চিত্র, বাংলাদেশ। স্বপ্ন দেখলাম বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের। হঠাৎ এক বীভৎস রাক্ষস আমাকে ধরে নিয়ে যেতে থাকলো উর্ধ আকাশে। চিৎকার করে বললাম আমাকে কোথায় নিয়ে যাও? সে বললো গেলেই বুঝতে পারবা। সেই জায়গার নাম হলো জ্বলন্ত উপগ্রহ। আমি বললাম, রাক্ষস ভাই, বই পুস্তকে যে সব গ্রহ উপগ্রহের নাম আছে সেখানে তো জ্বলন্ত উপগ্রহ বলে কোন উপগ্রহ নাই। সে বললো ছিল না কিন্তু পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন দেশ হয়েছে, বাংলাদেশ। তার উপর একটা নতুন উপগ্রহের সৃষ্টি হয়েছে যার নাম দেওয়া হয়েছে জ্বলন্ত বাংলা উপগ্রহ। সেখানে জ্বলন্ত আগুনের পরিবর্তে রয়েছে জ্বলন্ত রোদ। সেখানে খালি চোখে থাকা যায় না, চোখ ঝলসে যায়, তাই তোমাকে পরিয়ে দিলাম এই কালো চশমা। তোমার খাদ্য, পানীয়ে, বাসস্থান কোন কিছুরই অভাব হবে না সেখানে কিন্তু সাবধান কালো চশমা কখনো খুলো না। তাহলে ঝলসে যাবে চক্ষু, হয়ে যাবে তুমি অন্ধ। তাই সদা সর্বদা এই কালো চশমা পরে থাকবা। তাহলে বাংলা জ্বলন্ত উপগ্রহে বসে বসে দেখতে পারবা কি ঘটছে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।
ঢাকা, ৫০ পূপাব্দ
প্রতি রবিবার এই লেখাটি ধারাবাহিকভাবে প্রচারিত হবে