1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জাপানে অভিবাসীর সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ১১:১২ এএম জাপানে অভিবাসীর সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে

ঢাকাঃ সূর্যোদয়ের ‌‌‌‌‌দেশ জাপানে অভিবাসী বা বিদেশির সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়ে প্রায় ৩২ লাখ ছাড়িয়ে গেছে।  

দেশটির অভিবাসন পরিষেবা এজেন্সির ভাষ্য অনুযায়ী, জুন মাসের শেষের হিসেব অনুযায়ী জাপানে প্রায় ৩২ লাখ ২৪ হাজার বিদেশি অধিবাসী অবস্থান করছিলেন। চলতি বছরের প্রথমার্ধে এই সংখ্যা ১ লাখ ৪৯ হাজার বেড়েছে।

ভিসার ধরনের হিসেবে, সেসময় জাপানে প্রায় ৩ লাখ ৫৮ হাজার বিদেশি কারিগরি প্রশিক্ষণার্থী ছিলেন; যা ছয় মাস আগের সময় থেকে ৩৩ হাজার বেশি। বিশেষ দক্ষ কর্মীর মর্যাদা থাকা লোকজনের সংখ্যাও ৪২ হাজার থেকে বেড়ে প্রায় ১ লাখ ৭৩ হাজারে উন্নীত হয়েছে। জাপানে বসবাস করা বিদেশি নাগরিকের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

এদিকে ১ জুলাইয়ের হিসেব অনুযায়ী জাপানে প্রায় ৭৯ হাজার বিদেশি নাগরিক তাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও অবস্থান করছিলেন। এটি ছয় মাস আগের তুলনায় ৮ হাজার ৬শ বেশি।

অভিবাসন কর্মকর্তাদের ভাষ্যমতে, বৈশ্বিক মহামারি সংক্রান্ত সীমান্ত নিয়ন্ত্রণ পদক্ষেপসমূহ শিথিল করার পর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি নাগরিক জাপানে আসতে শুরু করেছেন।

তবে, কর্মকর্তারা বলছেন যে এর মধ্যে অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করছেন এবং তারা এর বিরুদ্ধে যথাযথ অভিবাসন নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণ করবেন। 

সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড জাপান।  

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner