1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে মৃত বেড়ে ৮০, নিখোঁজ এক হাজার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৩:৩৫ পিএম যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে মৃত বেড়ে ৮০, নিখোঁজ এক হাজার

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঞ্চলের মাউই দ্বীপে নতুন করে আবারও জ্বলে উঠেছে দাবানলের আগুন। সঙ্গে সেখানে বেড়েছে মৃতের সংখ্যাও। সর্বশেষ তথ্য অনুযায়ী, দাবানলের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৮০ জন মানুষের। এছাড়া এখনও খোঁজ মিলছে না অন্তত এক হাজার মানুষের। তাদের অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেছেন যে, প্রায় এক হাজার লোকের খোঁজ মিলছে না। তাদের অনুসন্ধান ও পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে।

ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনা শহর একেবারে ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ দাবানলকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

তবে এতে প্রাণহানির পরও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। হাইওয়াই যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর দ্বীপটির ইতিহাসে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কখনো ঘটেনি।

স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, নতুন আগুনে মাউইয়ের পূর্বাঞ্চলের কানাপালির অঞ্চল পুড়ছিল। এর আগে এ সপ্তাহের শুরুতে এই অঞ্চলটির উত্তর-পূর্বাঞ্চল আগুনে ভষ্মীভূত হয়ে যায়। তবে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।

হাওয়াইয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা। ১৯৬০ সালে শক্তিশালী সুনামিতে রাজ্যটিতে ৬১ জন মানুষের মৃত্যু হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার এক বছর পরই ওই সুনামির কবলে পড়েছিল হাওয়াই।

উদ্ধারকারীরা সতর্কতা দিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর আরও মরদেহ পাওয়া যেতে পারে।

এদিকে ভয়াবহ দাবানলের আগুনে এক হাজারের বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে বাস্তুহারা হয়ে গেছেন হাজার হাজার মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বেশি যে— এটি কাটিয়ে ওঠতে কয়েক বছর এবং কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্রের সিনেটর সংবাদমাধ্যম এমএসএনবিসিকে শুক্রবার বলেছেন, ‘যেসব অবকাঠামো পুড়ে গেছে সেগুলোর ভেতর কেউ প্রবেশ করেনি। আর এ কারণে দুর্ভাগ্যবশত আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।’

সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে অপর এক সাক্ষাৎকারে এ সিনেটর বলেছেন, লাহাইনা শহর দেখলে মনে হবে এখানে বোমা হামলা হয়েছে। যেটির তাপে সবকিছু গলে গেছে।’

এদিকে লাহাইনা শহরের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা দাবানলের ব্যাপারে কোনো আগাম সতর্কতাই পাননি। শহরের মধ্যে কয়েক মিনিটের মধ্যে আগুন চলে আসে। ফলে জীবন বাঁচাতে অনেকে প্রশান্ত মহাসাগরের পানিতে ঝাঁপ দেন।

মাউই দ্বীপে ক্ষয়ক্ষতির বিষয়ে হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন  জানান, দাবানলের ফলে ১ হাজার ৭০০ ভবন পুরোপুরি জ্বলে ছাই হয়ে গেছে। এ ছাড়া তিনি বলেছেন, বিপর্যয় শুরুর পর থেকেই এখন পর্যন্ত এই আমাদের মূল্যায়ন। আপনাদের নিশ্চিত করছি যে, কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন এবং কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner