1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অস্ট্রেলিয়ায় আগুনে পুড়ে বাবা ও ৫ ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ১১:৫৯ এএম অস্ট্রেলিয়ায় আগুনে পুড়ে বাবা ও ৫ ছেলের মৃত্যু

ঢাকাঃ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি বাড়িতে আগুন লেগে বাবা ও তার পাঁচ ছেলের করুণ মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী অক্ষত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, রোববার (৬ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ডের ব্রিসবেন থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রাসেল আইল্যান্ডের ওই বাড়িতে পাঁচ ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন ওই বাবা। আগুনে পুড়ে বাবাসহ পাঁচ ছেলে মারা গেলেও তাদের মা অক্ষত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যেতে সমর্থ হন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যাট কেলি।

তিনি বলেছেন, ‘তিনি এ মুহূর্তে ভয়াবহরকম বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই নারী তার পুরো পরিবারকে হারিয়েছেন। এটি সত্যিকারের একটি ট্র্যাজেডি। এই বালকরো ভবিষ্যতে যুবক হতো, কিন্তু সবাই প্রাণ হারাল। সঙ্গে তাদের বাবাও মারা গেছেন।’

কুইন্সল্যান্ডের ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগ জানিয়েছে, আগুনে পুড়ে বাড়িটি ধসে পড়ে। এছাড়া এটির আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়। আর তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, ওই বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী একসঙ্গে কাজ করেন।

বাড়িতে কীভাবে আগুন লাগল সেটির কারণ যাচাইয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে সন্দেহজনক কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পায়নি তারা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner