1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নির্বাচন নিয়ে সেনাবাহিনী আতঙ্কিত: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৫:২৫ পিএম নির্বাচন নিয়ে সেনাবাহিনী আতঙ্কিত: ইমরান খান

ঢাকাঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
নির্বাচন নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী আতঙ্কিত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ‘বিবিসি হার্ডটক’ অনুষ্ঠানে এ তথ্য দিয়েছেন। এদিকে পাকিস্তানের সাধারণ নির্বাচন এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ইমরান খানের অভিযোগ, "ফ্যাসিবাদীরা" তার দেশকে অন্ধকার যুগের দিকে নিয়ে যাচ্ছে।

এর আগে ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, মাত্র চার বছরের কম সময় দেশ শাসন করেছিলেন। এরপর গত বছর সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।

পর্যবেক্ষকরা বলছেন, তার ক্ষমতাচ্যুতির একটি বড় কারণ ছিল শক্তিশালী সামরিক বাহিনীর আক্রোশে পড়া।

মূলত, কয়েক দশক ধরে দেশটি পরিচালিত হচ্ছে সামরিক বাহিনীর নির্দেশিত পথে।  

ইমরান খানের দাবি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল দেশটির একমাত্র দল যারা সামরিক স্বৈরশাসকদের দ্বারা তৈরি হয়নি।

এ কারণেই দলটিকে ভেঙে দেওয়ার জন্য অভিযান চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

গত কয়েক মাসে দলটির উল্লেখযোগ্য সংখ্যক নেতা দলত্যাগ করেছেন এবং গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তবে ইমরান খান জোর দিয়ে বলেছেন যে তার দল অক্ষত রয়েছে।

বিবিসির স্টিফেন স্যাকুরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। এরপর আমরা সরকার থেকে বেরিয়ে এসে ৩৭টি উপনির্বাচনের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছি।

ইমরান খান বলেন, সরকার আশা করেছিল যে তার ক্ষমতাচ্যুতি পিটিআই দলকে দুর্বল করবে। কিন্তু, তার দলের জনপ্রিয়তা আরও বেড়েছে।

সূত্র : বিবিসি

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner