1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ড্রোন ইস্যুতে ন্যাটো জোটের অভিযোগ ভিত্তিহীন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ১১:১৯ পিএম ড্রোন ইস্যুতে ন্যাটো জোটের অভিযোগ ভিত্তিহীন: ইরান
ইরানি ড্রোন

ঢাকাঃ ড্রোন ইস্যুতে ন্যাটো জোটের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। দেশটির দাবি তারা রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে না।

ইরানি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, ‘ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়াকে ইরান ড্রোন সরবরাহ করছে বলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান।’

একইসঙ্গে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনা থেকে বিরত থাকার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাতে ইরান নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তারা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ,জাতিসংঘের সনদে সদস্য দেশগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে।


তেহরানের এই বিবৃতির এক দিন আগে ন্যাটো সামরিক জোট চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতে মস্কোকে সমর্থন না দিতে এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ না করতে ইরানের প্রতি আহ্বান জানায়। এর জবাবে ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ নিতান্তই ভিত্তিহীন এবং অদূরদর্শিতার ফল।

সূত্র : প্রেস টিভি


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner