1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আইএসের শীর্ষ নেতা ওসামাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ১২:৩৭ পিএম আইএসের শীর্ষ নেতা ওসামাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকাঃ সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের এক নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড রবিবার বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারের হামলায় ওসামা আল-মুহাজেরের মৃত্যু হয়েছে।

সেন্ট্রাল কম্যান্ডের প্রধান কুরিলা বলেন, 'আমরা একটা কথা আবার স্পষ্ট করে দিতে চাই, আমরা আইএসকে হারাবোই। আইএস শুধু ওই অঞ্চলে বিপদের কারণ তাই নয়, বাইরের বিশ্বেও তারা বিপদের কারণ।' 

এই ড্রোন হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে মার্কিন সেনা। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনা ওই ড্রোনটিকে সকালে বাধা দেয়ার চেষ্টা করেছিল। বৃহস্পতিবারও তারা ড্রোনটিকে আটকাবার চেষ্টা করে। পরে ওই ড্রোন দিয়েই অপারেশন করা হয়। দুই ঘণ্টা ধরে অপারেশন চলে।

রাশিয়ার যুদ্ধবিমান কীভাবে ড্রোনটিকে বাধা দেয়ার চেষ্টা করছিল, তা ক্যামেরাবন্দি করা আছে বলে সেনা জানিয়েছে।

বছরের শুরুতে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল যে, কৃষ্ণ সাগরের উপরে রাশিয়ার যুদ্ধবিমান একটি মার্কিন ড্রোনকে ধ্বংস করেছে। ওই ড্রোনের দাম ছিল তিন কোটি ডলার। রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করে। তারপর যুক্তরাষ্ট্র ভিডিও প্রকাশ করে।

রাশিয়া হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের মিত্র দেশ। আসাদ সিরিয়ার অধিকাংশ এলাকা পুনর্দখল করেছেন। তাকে সমর্থন করছে রাশিয়া ও ইরান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner