1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আইএমএফের সঙ্গে পাকিস্তানের ৩ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৭:০১ পিএম আইএমএফের সঙ্গে পাকিস্তানের ৩ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি

ঢাকাঃ সঙ্কট-বিধ্বস্ত পাকিস্তানের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের (২.৪ বিলিয়ন পাউন্ড) প্রাথমিক ঋণ চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, এই অর্থ পাকিস্তানকে খেলাপি হওয়ার ঝুঁকি কমাতে পারে।

দক্ষিণ এশিয়ার দেশটি ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। এর আগে চুক্তিটিকে সুরক্ষিত করতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সোমবার তার মূল সুদের হার ২২ শতাংশে রেকর্ড উচ্চতায় বাড়িয়ে দেয়।

পাকিস্তানে আইএমএফ-এর মিশন প্রধান নাথান পোর্টার বলেন, ‘অর্থনীতি বেশ কয়েকটি বাহ্যিক ধাক্কার সম্মুখীন হয়েছে ইসলামাবাদ। ২০২২ সালে বিপর্যয়কর বন্যা লাখ লাখ পাকিস্তানির জীবনকে প্রভাবিত করেছিল। এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘এই ধাক্কা এবং কিছু নীতিগত ভুল পদক্ষেপের কারণে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে।’

প্রাথমিক পর্যায়ে সম্মত হলেও এ ধরনের চুক্তি সাধারণত আইএমএফ-এর নির্বাহী বোর্ডের মাধ্যমে মঞ্জুর করা হয়। বোর্ড আগামী সপ্তাহে চুক্তিটি বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত চুক্তির পর, পাকিস্তান ৯ মাসে এ ঋণ পেতে পারে। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner