1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মিয়ানমারকে আইসিজের আদেশ বাস্তবায়নের তাগিদ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ০৭:০১ পিএম মিয়ানমারকে আইসিজের আদেশ বাস্তবায়নের তাগিদ জাতিসংঘের

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) রায় আইনি বাধ্যবাধকতা অনুযায়ী অবিলম্বে ও নিঃশর্তভাবে পুরোপুরি বাস্তবায়ন করতে মিয়ানমারকে তাগিদ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) জেনেভা থেকে এক বিবৃতিতে মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ ত্রোসেল বলেন, আইসিজেতে যে মামলা চলছে তা অত্যাবশ্যকীয়ভাবে গুরুত্বপূর্ণ। এটি রোহিঙ্গাদের অত্যাচার এবং কঠোরভাবে দমনের অভিযোগে গণহত্যা সনদের অন্তর্ভুক্ত দেশ মিয়ানমারের সম্ভাব্য দায় আইনিভাবে নিরূপণের পথ খুলে দিয়েছে। খবর বার্তাসংস্থা ইউএনবির।

লিজ ত্রোসেল জানান, রোহিঙ্গা নির্যাতন বিষয়ে যেসব আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহি কার্যক্রম চলছে সেগুলোর সাথে সম্পূর্ণ সহযোগিতা দেখাতে মিয়ানমার কর্তৃপক্ষকে আহ্বান জানায় মানবাধিকার কমিশন। সেই সাথে রোহিঙ্গারা যাতে মিয়ানমারে শান্তি ও সম্মানের সাথে বসবাস ও সব মাননবাধিকার উপভোগ করতে পারে সে জন্য সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেয় সংস্থাটি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে গণহত্যার সমপর্যায়ের কার্যক্রম থেকে রোহিঙ্গা গোষ্ঠীর সদস্যদের রক্ষায় মিয়ানমারকে তাদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নিতে আইসিজে যে আদেশ দিয়েছে তাকে স্বাগত জানায় মানবাধিকার কমিশন।

বিবৃতিতে আরও বলা হয়, বারবার সহিংসতায় আক্রান্ত রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত বারবার গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বারবার রোহিঙ্গাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা এবং তাদের নিপীড়নের সত্যিকারের জবাবদিহির আহ্বান জানিয়েছেন।

আগামীনউজ/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner