1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যিশুর সাক্ষাতের আশায় অনাহার, ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ১১:০৩ এএম যিশুর সাক্ষাতের আশায় অনাহার, ৫৮ জনের মৃত্যু

ঢাকাঃ যিশুর সাক্ষাত পেতে অনাহারে থেকে কেনিয়ায় একটি ধর্মগোষ্ঠীর মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮ জনে পৌঁছেছে। কেনিয়ার পুলিশ বলছে, ওই গোষ্ঠীর গুরু নিশ্চয়তা দিয়েছিলেন যে যদি তারা না খেয়ে মারা যান তাহলে যিশুর সাক্ষাৎ পাবেন।

অনুসন্ধান দলগুলো রোববার উপকূলীয় শহর মালিন্দিতে ধর্মগুরুর বাড়িতে অগভীর কবরে ২৬টি মৃতদেহ খুঁজে পায়। গত সপ্তাহে এই মরদেহগুলো খুঁজে পওয়ার পর থেকে মৃতের সংখ্যা বাড়তে থাকে।

গুড নিউজ ইন্টারন্যাশনাল গির্জার প্রধান পল ম্যাকেঞ্জি এনথেঞ্জ তার শিষ্যদের বলেন, তারা যদি অনাহারে মারা যায় তবে তারা যিশুর সাথে সাক্ষাৎ করতে পারবে। শিষ্যদের অনেকেই তার এই কথা বিশ্বাস করেন।

পুলিশ সূত্র পেয়েছিলো যে, ধর্মগুরুর বাড়িতে আরও ভুক্তভোগী আছেন। পুলিশ যখন সেই স্থানে অভিযান চালায়, তখন তারা ১৫ জন দুর্বল হয়ে যাওয়া ব্যক্তিকে দেখতে পায়।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, গির্জার অন্য সদস্যরা কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়ে রয়েছেন। গির্জা প্রধানকে আটক করেছে পুলিশ।

এর আগে কেনিয়ার রাষ্ট্রীয় টিভি কেবিসি এনথেঙ্গেকে একজন ধর্মগুরু বলে বর্ণনা করে। খবরে বলা হয় অনশনে মৃত্যুবরণের সাথে সম্পর্কিত ৫৮ টি কবর শনাক্ত করা হয়েছে।

এসব কবরের একটিতে একই পরিবারের পাঁচজন সদস্য – বাবা-মা এবং তিন সন্তান- থাকতে পারে বলে বলে ধারণা করা হচ্ছে।

ম্যাকেঞ্জি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু আদালত তাকে জামিন দেয়নি। ওই ব্যক্তি দাবি করেন ২০১৯ সালে তিনি তার গির্জা বন্ধ করে দেন। এই ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ– তিনি তার অনুসারীদের 'খ্রিস্টের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত' অভুক্ত থাকতে বলতেন।

কেনিয়ার দৈনিক দি স্ট্যান্ডার্ড লিখেছে উদ্ধার করা মরদেহগুলোর ডিএনএ নমুনা পরীক্ষা করা দেখা হবে যে সত্যিই না খেয়ে তাদের মৃত্যু হয়েছিল কিনা।

দি স্টান্ডার্ডের রিপোর্টে অভিযোগ করা হয়, ওই ধর্মগুরু তিনটি গ্রামের নাম দিয়েছিলেন - নাজারেথ, বেথলেহেম এবং জুদেয়া। তিনি তার অনুসারীদের স্থানীয় একটি পুকুরের পানিতে ‘পূত-পবিত্র’ হয়ে তাদেরকে অনশন শুরুর নির্দেশ দেন।

কেনিয়ায় ধর্মবিশ্বাস খুবই গভীর। এর আগেও বিভিন্ন সময় অনিয়ন্ত্রিত গির্জা এবং ধর্মগুরুদের ফাঁদে পড়ে বিপদগ্রস্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner