ঢাকাঃ সাতসকালে টয়লেটে ঢুকে কোনো প্রাণীর দেখা মিলতে পারে ভাবলেই মন আঁতকে ওঠে। আর সেই প্রাণী যদি হয় আস্ত এক কুমির তাহলে তো কথাই নেই!
সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার নাগলা পাসি গ্রামে। ৭ ফুট দৈর্ঘ্যের কুমির উদ্ধার করা হয়েছে সেখানকার একটি ভবনের শৌচাগার থেকে।
সাতসকালে কুমিরটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। তারা দ্রুত ভবনের মালিককে বিষয়টি অবহিত করেন।
এরপর বাড়ির মালিক সাহায্যের জন্য বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।
বন বিভাগ তখন ওয়াইল্ড লাইফ এসওএসের সঙ্গে যোগাযোগ করলে তারা কুমিরটি উদ্ধারে একটি উদ্ধারকারী টিম পাঠায়।
প্রায় দুই ঘণ্টার অভিযানের পর নিরাপদে উদ্ধার করা হয় বিশাল কুমিরটিকে। এরপর একে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে কুমিরটি টয়লেটের ভেতরে প্রবেশ করে।
এর আগেও ফিরোজাবাদ জেলায় একটি বাড়ি থেকে কুমির উদ্ধার করা হয়েছিল।
বুইউ