1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মেক্সিকোতে ভালোবাসা দিবসে হাজারো যুগলের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১২:০৮ পিএম মেক্সিকোতে ভালোবাসা দিবসে হাজারো যুগলের বিয়ে

ঢাকাঃ মেক্সিকোতে বিশ্ব ভালোবাসা দিবসে শত শত যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মেক্সিকো রাজ্যে এ গণবিয়ের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রায় ১ হাজার যুগল। এক পৌর কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে মেক্সিকো রাজ্যটির অবস্থান। এটি মেক্সিকোর ৩২ রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল। গত অক্টোবরে মেক্সিকো রাজ্যে সমলিঙ্গের বিয়ের অনুমোদন দেওয়া হয়। মেক্সিকোতে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া সবশেষ রাজ্য এটি। এর মধ্য দিয়ে পুরো মেক্সিকোতেই সমকামী বিয়ে বৈধতা পায়।

এক পৌর কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার যতগুলো বিয়ে হয়েছে, তার মধ্যে ৩৫টি সমকামী বিয়ে ছিল। ২৪ বছর বয়সী তরুণী সারাই ভারগাস ২৭ বছর বয়সী তরুণী ইয়াজমিন অ্যাকোস্টাকে বিয়ে করেন।

সারাই বলেন, আমাদের ১৪ ফেব্রুয়ারি দেখা হয়েছিল। এ কারণে এ তারিখ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মেক্সিকো রাজ্যে মাত্র তিন মাস আগে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ কারণে আমরা খুশি। চলতি বছর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই।

গণবিয়ের আয়োজনে অংশ নেওয়া যুগলদের চুলসজ্জা ও রূপসজ্জা ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner