ঢাকাঃ দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। দাবানলের ঘটনায় আহত হয়েছেন ৯৭৯ জন। দাবানল থেকে রক্ষায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১ হাজার ১০০ জনকে।
স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, 'আবহাওয়া পরিস্থিতি ছড়িয়ে পড়া (আগুন) নিভিয়ে ফেলা খুবই কঠিন করে তুলেছে এবং জরুরি অবস্থা আরও খারাপ হচ্ছে। আমাদের এই চিত্র বদলাতে হবে।'
শুক্রবার আরও ৭৬টি আগুন জ্বলেছিল বলে উল্লেখ করেন তিনি।
দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মে স্থানীয় তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ সেলসিয়াস) ছাড়িয়ে গিয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এসব এলাকায় গ্রীষ্মকাল। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার আরও ১৬টি দাবানল ছড়িয়ে পড়েছে।
জরুরি অবস্থার মধ্যে থাকা অঞ্চলে জনবসতি কম হলেও অনেক খামার রয়েছে। সেখানে রপ্তানির জন্য আঙ্গুর, আপেল এবং বেরি চাষ করা হয়। এসব এলাকায় বিশাল বনভূমি রয়েছে।
কর্মকর্তারা শনিবার সাংবাদিকদের বলেছেন যে স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনিজুয়েলার সরকার বিমান এবং অগ্নিনির্বাপক বাহিনীসহ সাহায্যের প্রস্তাব দিয়েছে।
শুক্রবার লা আরাউকানিয়ায় একটি জরুরী সহায়তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলট এবং একজন মেকানিক নিহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে যে, নিহতদের মধ্যে এগারো জন সান্তিয়াগো থেকে ৩১০ মাইল (৫০০ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত বায়োবিওর সান্তা জুয়ানা শহরে মারা গেছেন।
অগ্নিনির্বাপক কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা দাবানল প্রতিরোধে লড়াই করছে।
বুইউ