1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আর্জেন্টিনায় মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০২:৪৫ পিএম আর্জেন্টিনায় মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

ঢাকাঃ ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৪৪ বছর। তিনি বুয়েন্স আয়ার্সের বাসিন্দা। গত ১৭ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ন্যাশনাল এপিডেমিওলজিকাল বুলেটিন অনুসারে, রোগী ৯ অক্টোবর থেকে নিবিড় পরিচর্যায় ছিলেন। তিনি শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বাস নিচ্ছিলেন।

তারা জানিয়েছে, লোকটি 'সেপটিক শক' এর ফলে মারা গেছেন। এটি একটি জীবন-হুমকির অবস্থা, যা কোনও ব্যক্তির রক্তচাপ সংক্রমণের পরে গুরুতরভাবে নিম্ন স্তরে নেমে গেলে ঘটে।

এছাড়া ওই ব্যক্তি এইডসে আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে। দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২২ নভেম্বর পর্যন্ত আর্জেন্টিনায় ৮৯৫ মাঙ্কিপক্স রোগী নিশ্চিত করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি রোগী রাজধানী বুয়েন্স আয়ার্সে। সেখানে ৫৯৪ জন রোগী শনাক্ত হয়েছে।

আর্জেন্টিনায় মাঙ্কিপক্সে আক্রান্ত বেশিরভাগ রোগীর যৌনাঙ্গ, হাত, ধড় এবং মুখের পাশাপাশি জ্বর এবং লিম্ফ্যাডেনোপ্যাথিসহ বিভিন্ন স্থানে ভেসিকুলার ফুসকুড়ি রয়েছে।

পার্শ্ববর্তী ব্রাজিলে এখন পর্যন্ত ১২টি মাঙ্কিপক্সের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ জন, মেক্সিকোতে ৪ এবং ইকুয়েডরে দুটি মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের নাম পরিবর্তন করে এমপক্স নাম দিয়েছে। এতে বলা হয়েছে যে, 'মাঙ্কিপক্স' পর্যায়ক্রমে বাতিল হওয়ার সময় উভয় নাম এক বছরের জন্য একই সঙ্গে ব্যবহার করা হবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner