ঢাকাঃ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন সুয়েলা ব্রাভারম্যান। লিস ট্রাস প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য পরিকল্পনা বাতিলের মুখে তিনি পদত্যাগ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লিজ ট্রাস তার অবস্থান পরিষ্কার করছেন এবং প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখতে পরিকল্পনা বাতিল করেছেন। বিষয়টি বোঝার পরই সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেন।
সুয়েলার স্থলাভিষিক্ত হওয়ার জল্পনায় রয়েছেন গ্রান্ট শ্যাপ। তিনি সাবেক পরিবহনমন্ত্রী ছিলেন। গ্রান্ট দ্যা কনসার্ভেটিভসের প্রধানের দৌড়ে ঋষি সুনাককে তিনি শক্তভাবে সমর্থন করেছিলেন।
এসএস