1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইউক্রেনে নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ল নিহতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৯:৪৮ পিএম ইউক্রেনে নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ল নিহতের সংখ্যা
রুশ আক্রমণে ইউক্রেনের ১২টি অঞ্চল ও রাজধানী কিয়েভ শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

ঢাকাঃ ইউক্রেনে নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে। এ সময় আরও অসংখ্য ব্যক্তি আহত হন। মঙ্গলবার দেশটির জরুরি পরিষেবা দফতর এমন তথ্য দিয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ‘সোমবার থেকে শুরু হওয়া রাশিয়ার গোলাগুলিতে আহতের সংখ্যা ১০৫ জনে পৌঁছেছে। ওই আক্রমণে ইউক্রেনের ১২টি অঞ্চল ও রাজধানী কিয়েভ শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৩০টি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসামরিক অবকাঠামোতে আগুন লেগে যায়। পরে এ আগুন নেভায় দেশটির জরুরি পরিষেবা বিভাগ।’

ইউক্রেনের এ রাষ্ট্রীয় সংস্থা বলেছে যে পোলতাভা, সুমি, টেরনোপিল, লভিভ, কিয়েভ ও খমেলনিটস্কি অঞ্চলের ৩,৫৭১ জনবসতিতে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হয়েছে।

তবে কিয়েভ, লভিভ, সুমি, টারনোপিল এবং খমেলনিটস্কি অঞ্চলের আরও ৩১০ বসতি এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

এ বিষয়ে সোমবার গভীর রাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে উচ্চ প্রযুক্তির নির্ভুল সমরাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। দেশটির সামরিক নির্দেশনা কেন্দ্র, যোগাযোগ এবং শক্তি অবকাঠামোগুলোতে হামলা করা হয়েছে।

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ক্রিমিয়ান উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী কের্চ ব্রিজে বিস্ফোরণ এবং অন্যান্য ‘উগ্রবাদী হামলার’ প্রতিক্রিয়ায় এমন আক্রমণ করা হয়েছে ‘

সূত্র : আনাদোলু এজেন্সি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner