1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাতের বাসে ঘুমাচ্ছিল সবাই, পুড়ে অঙ্গার ১১ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ১০:৫৯ এএম রাতের বাসে ঘুমাচ্ছিল সবাই, পুড়ে অঙ্গার ১১ যাত্রী

ঢাকাঃ রাতে যাত্রীবাহী বাসের মধ্যে প্রায় সব যাত্রী ঘুমাচ্ছিলেন। এমন সময় আগুন লেগে এক শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

ভারতের মহারাষ্ট্রের নাসিকে শনিবার ভোররাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নাসিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ঠিক কতজন মারা গেছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে সে তথ্য জানার চেষ্টা চলছে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস ঔরঙ্গাবাদ সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সেই সময় স্লিপার বাসে যাত্রীরা অনেকেই ঘুমিয়ে ছিলেন। তার মধ্যেই ভয়াবহ আগুন লাগে। 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। জ্বলতে থাকা বাস থেকে উদ্ধার করা হয় যাত্রীদের।

এরই মধ্যে দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, নাসিকের আওরঙ্গবাদ রোডে যাত্রীবাহী বাসটির সঙ্গে একটি ট্রেলারের ধাক্কা লাগতেই এই দুর্ঘটনা ঘটে। স্লিপার বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। মহারাষ্ট্রের ইয়াবতমাল থেকে মুম্বাই যাচ্ছিল স্লিপার বাসটি।  

নাসিক পুলিশের ডেপুটি কমিশনার অমল তোম্বে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কী কারণে বাসে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নাসিকের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। 

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner