1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

উহানে ফের করোনার হানা, লকডাউনে ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ১২:২৪ পিএম উহানে ফের করোনার হানা, লকডাউনে ১০ লাখ মানুষ

ঢাকাঃ করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানে আবারও কঠোর লকডাউন জারি করেছে প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, জিয়াংজি জেলায় কয়েকজনের দেহে করোনার উপস্থিতি পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সংক্রমণ রোধে জিয়াংজিয়ের ১০ লাখ বাসিন্দাকে আগামী তিনদিন ঘরে অথবা কমপাউন্ডে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

করোনায় আক্রান্তের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কোথাও শনাক্তের খবর মিললেই ওই এলাকার কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করে আসছে চীন। দেশটিতে প্রথম করোনার উৎপত্তিস্থল হলেও অন্যান্য দেশের তুলনায় কোভিডে মৃত্যুহার অনেকটাই কম। কিন্তু সরকারের আকস্মিক লকডাউন নীতির ফলে ব্যবসা-বাণিজ্যে বেশ প্রভাব পড়ছে বলে দাবি চীনা ব্যসায়ীদের।

১ কোটি ২০ লাখ মানুষের শহর উহানে নিয়মিত পরীক্ষায় দুই দিন আগে দু’জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে তারা উপসর্গহীন ছিলেন। কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও দুটি কেস শনাক্ত হওয়ার পরই লকডাউন জারি করা হয়। শুরু হয়েছে গণহারে করোনা পরীক্ষা।

২০১৯ সালে ডিসেম্বরে উহানের কাঁচাবাজার থেকে করোনাভাইরাস ছড়ায় বলে দাবি করে দেশটির সরকার। একপর্যায়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতী ভাইরাসটি।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে বিজ্ঞানীরা দাবি করেন যে, উহানের হুয়ানান সামুদ্রিক খাবার এবং বন্যপ্রাণীর বাজারই কোভিড প্রাদুর্ভাবের কেন্দ্রে ছিল এমন প্রমাণ রয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, চীনে এখন পর্যন্ত ২২ লাখের বেশি সংক্রমণ ধরা পড়েছে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭২০ জনের।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner