1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ১১:৩০ এএম পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার

ঢাকাঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক নিয়োগ কেলেংকারির ঘটনায় প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে তাকে গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার ভোরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। দিনের পুরো সময় এবং রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই জিজ্ঞাসাবাদের মধ্যেই ১৩টি স্থানে অভিযান চালায় ইডি। এরমধ্যে মন্ত্রীর ঘনিষ্ঠ এক সহযোগীর বাড়ি থেকে ২০ কোটি রুপি উদ্ধারের কথা জানায় ইডি।

রাজ্য সরকারে এক সময়ে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ওই সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত শুরু করেছে ইডি।

এর আগে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের একটি ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি রুপি উদ্ধার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ফ্ল্যাটটি অর্পিতা মুখার্জির বলে দাবি তাদের। শুক্রবার (২২ জুলাই) ওই ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।

ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। তদন্তকারীরা আরও দাবি করেছেন, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে স্বর্ণসহ বিদেশি মুদ্রা।

পার্থ ছাড়াও শুক্রবার তল্লাশি চালানো হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে। পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ম ভেঙে স্কুলে চাকরি দেওয়া হয়েছিল। সেই চাকরি থেকে তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাছাড়া অঙ্কিতাকে বেতন ফেরত দেওয়ার নির্দেশও আদালত দিয়েছে।

তল্লাশি চালানো হয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে। তল্লাশি চলেছে পার্থর সাবেক ওএসডি এবং ব্যক্তিগত সহায়ক পিকে বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত আচার্যর বাড়িতেও। পাশাপাশি চাকরি দেওয়ার নামে প্রতারণায় অভিযুক্ত চন্দন মণ্ডল, মাধ্যমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়েছেন ইডির কর্মকর্তারা।

এদিন প্রায় একশ কর্মকর্তাকে অভিযানে নামায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবার তারা যাতে কোনও বাধার মুখে না পড়েন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রাখা হয়েছিল।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার, দ্য ওয়াল

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner